তাণকা ( জাপানী সনেট )
(১)
প্রীয় মোর
আজ ঘুমায়ো না,
বাহু ডোর
না খুলো না
থাকো কাছে।
(২)
ফুলডোর
ছিঁড়েছে,
বাস তোর
উড়েছে
এই সাঁঝে ।
বয়াৎ (পার্সী )
(১)
যা কিছু সব তোমায় দিলাম ও মোর সাকী,
আমার জন্য রইলো শুধু দুঃখ বাকি।
যেমন ফেলে স্বর্গ-সুধা পাগলা ভোলা
সার করেছেন শ্মশানচিতা হাড়ের মালা, -
তেমনি তোমার বিরহ আজ বক্ষে লয়ে
কাটিয়ে দেব দিন যা আছে এখন বাকি।।
(১)
প্রীয় মোর
আজ ঘুমায়ো না,
বাহু ডোর
না খুলো না
থাকো কাছে।
(২)
ফুলডোর
ছিঁড়েছে,
বাস তোর
উড়েছে
এই সাঁঝে ।
বয়াৎ (পার্সী )
(১)
যা কিছু সব তোমায় দিলাম ও মোর সাকী,
আমার জন্য রইলো শুধু দুঃখ বাকি।
যেমন ফেলে স্বর্গ-সুধা পাগলা ভোলা
সার করেছেন শ্মশানচিতা হাড়ের মালা, -
তেমনি তোমার বিরহ আজ বক্ষে লয়ে
কাটিয়ে দেব দিন যা আছে এখন বাকি।।
No comments:
Post a Comment