Thursday, April 25, 2019

গোলাপ বাগে তন্দ্রা জাগে // সুব্রত মজুমদার

গোলাপ বাগে তন্দ্রা জাগে ঘুমিয়ে আছে ফুলগুলি
আসবে কি মোর নিঠুর প্রিয়া দখিন হাওয়ায় চুলখুলি ?
লাল অধরের মিষ্টি চুমু আর কি পাব ও সাকি ?
তোমার বুকে লুটাতে চাই আর যে ক'টা দিন বাকি।
তোমার নূপুর যখন বাজে আমার হৃদয় গলির পথে
ভালোবাসার লাল গুলাবের লালি মেশে খুনের সাথে।
লাইলা-সিরিন-রাইকিশোরী সব ছাড়িয়ে তোমার প্রেম,
নিকষ কালো কষ্টিযাচা আগুন শুদ্ধ নিখাদ হেম।
তোমার জন্যে আসবো আমি নতুন রুপে বারম্বার ;
অমর মহাকাব্য হয়ে রইবে লেখা মোদের প্যার । 

No comments:

Post a Comment

জলতরঙ্গ

#জলতরঙ্গ (পর্ব ১) #সুব্রত_মজুমদার                                                             এক                             আশ্বিনের এখনও শ...