ক্ষমা করো ঈশ্বর
সুব্রত মজুমদার
তোমার শিশুর রক্তেতে যারা ভিজিয়েছে তব ঘর
তাদের ক্ষমিতে যদি নাহি পারি ক্ষমা করো ঈশ্বর।
হৃদয়ে যাদের নাই ভালোবাসা নাই কোনো সন্তাপ
কেমনে গো তুমি হে জগতপিতা ক্ষমিবে তাদের পাপ ?
যে স্বর্গে যেতে দলিতে হয় গো শত নিরীহের খুন
কাজ কি আমার সেই স্বর্গেতে, - নরক ভালো শতগুন।
যা নেই তার জন্যে আমরা যা পেয়েছি দিই বলি,
কাঁপে নাকো হাত চালাতে খঞ্জর ছিন্ন করিতে নলি।
উৎপীড়িতের ক্রন্দনধ্বনি শুনে কানে দিই হাত,
জগৎ যখন ডুবিছে তখন তুমি হে জগন্নাথ -
কেমনে বাঁচিবে ? কেমনে বাঁচাবে হাজার আর্তজনে ?
তোমার সেবক ভালো নাহি বাসে তোমারই সন্তানে।
মানুষ করেছ মান হুঁশ ছাড়া, দাওনাই সরলতা;
নিজের হস্তে ছিঁড়েছে মানুষ জ্ঞানবৃক্ষের পাতা।
আজ তাই যদি সন্তান খুনে খুশি হও হে পরাৎপর
তোমার নামটি ভুলিলাম আমি, - ক্ষমা করো ঈশ্বর।
সুব্রত মজুমদার
তোমার শিশুর রক্তেতে যারা ভিজিয়েছে তব ঘর
তাদের ক্ষমিতে যদি নাহি পারি ক্ষমা করো ঈশ্বর।
হৃদয়ে যাদের নাই ভালোবাসা নাই কোনো সন্তাপ
কেমনে গো তুমি হে জগতপিতা ক্ষমিবে তাদের পাপ ?
যে স্বর্গে যেতে দলিতে হয় গো শত নিরীহের খুন
কাজ কি আমার সেই স্বর্গেতে, - নরক ভালো শতগুন।
যা নেই তার জন্যে আমরা যা পেয়েছি দিই বলি,
কাঁপে নাকো হাত চালাতে খঞ্জর ছিন্ন করিতে নলি।
উৎপীড়িতের ক্রন্দনধ্বনি শুনে কানে দিই হাত,
জগৎ যখন ডুবিছে তখন তুমি হে জগন্নাথ -
কেমনে বাঁচিবে ? কেমনে বাঁচাবে হাজার আর্তজনে ?
তোমার সেবক ভালো নাহি বাসে তোমারই সন্তানে।
মানুষ করেছ মান হুঁশ ছাড়া, দাওনাই সরলতা;
নিজের হস্তে ছিঁড়েছে মানুষ জ্ঞানবৃক্ষের পাতা।
আজ তাই যদি সন্তান খুনে খুশি হও হে পরাৎপর
তোমার নামটি ভুলিলাম আমি, - ক্ষমা করো ঈশ্বর।
No comments:
Post a Comment