Thursday, April 25, 2019

কেউ পড়ে নাকো কবিতা আমার // সুব্রত মজুমদার

কেউ পড়ে নাকো কবিতা
কেউ পড়ে নাকো কবিতা আমার
লিখে চলি আপন খেয়ালে;
হাতে বানানো ধূপকাঠির মতো পড়ে থাকে এককোণে,
মোটরগাড়ি - সাদাহাতি আর নীলপরী ছাপগুলো
বিক্রি হয় সোনার সিক্কায়।
আফগানে এক রাজা ছিলেন - 'বাচ্চা-ই-সিক্কা' , -
পয়সার বেটা বলে কথা !
তার মতো হলে লিখতে হবে না,
এমনিই পড়বে সবাই।
তাই তো লিখিনা ফুলেদের গান
তাই তো জাগে না পাতার উপর শিশিরের গান।
যৌনতা হতে ধর্ম সবকিছুই আজ যান্ত্রিক,
ইলুমিনাতি আর বামাচারের জগমচ্ছবে
আমরা আজ ভগবানের দর্শন পাই।
আর কিছু শতক পরে হয়তো থাকবে না কোন কবি,
কবিতা হবে মিউজিয়ামের শোকেসে বন্ধ,
সেদিন যদি আবার কোন জন্ম হয়, - আবার আসি ফিরে
সেদিন গাইবো গান।
সুর তুলেছি হৃদয় বীণায় আয় রে চলে।
- জগৎ ঘেরা স্থবিরতায় ভাঙব বলে।। 

No comments:

Post a Comment

জলতরঙ্গ

#জলতরঙ্গ (পর্ব ১) #সুব্রত_মজুমদার                                                             এক                             আশ্বিনের এখনও শ...