ভালোবেসে সই মরেছি অনেক আগে,
আবার মরার সাধ যে হৃদয়ে জাগে।
আলোছায়া ঘেরা বনপথে যেতে যেতে
হাত রেখেছিনু তোমার ও দুটি হাতে, -
মুখ ঢেকেছিল রক্তরবির রাগে।
চোখে চোখ রেখে অনেক হল যে কথা
পায়ে পায়ে হল অনেক পথ তো হাঁটা ;
বিবাগী পরাণে প্রেমের মুকুল জাগে।
আরো পথ আরো কত পথ পার হয়ে
ভেঁসে যাবো মোরা প্রেমের সরণি বেয়ে,
দুই চোখে তাই প্রেমের আবেশ জাগে।
তোমার ঠোঁটের ভীরু কাঁপুনিতে ওগো
পড়েছি যে লিপি সেই স্বরলিপি কিগো -
আজ দুজনার মনগুঞ্জনে জাগে ?
ভালোবেসে সই মরেছি অনেক আগে।
আবার মরার সাধ যে হৃদয়ে জাগে।
আলোছায়া ঘেরা বনপথে যেতে যেতে
হাত রেখেছিনু তোমার ও দুটি হাতে, -
মুখ ঢেকেছিল রক্তরবির রাগে।
চোখে চোখ রেখে অনেক হল যে কথা
পায়ে পায়ে হল অনেক পথ তো হাঁটা ;
বিবাগী পরাণে প্রেমের মুকুল জাগে।
আরো পথ আরো কত পথ পার হয়ে
ভেঁসে যাবো মোরা প্রেমের সরণি বেয়ে,
দুই চোখে তাই প্রেমের আবেশ জাগে।
তোমার ঠোঁটের ভীরু কাঁপুনিতে ওগো
পড়েছি যে লিপি সেই স্বরলিপি কিগো -
আজ দুজনার মনগুঞ্জনে জাগে ?
ভালোবেসে সই মরেছি অনেক আগে।
No comments:
Post a Comment