Saturday, May 4, 2019

উৎশৃঙ্খল // সুব্রত মজুমদার

উৎশৃঙ্খল
            সুব্রত মজুমদার
উৎশৃঙ্খল তুমি এসেছিলে নিয়ে ঝঞ্ঝা
লড়াই করতে দুনিয়ার সাথে পাঞ্জা।
তোমার থাবায় গোলাপ বাগান তছনছ,
একাকার হল সুখ-দুখ-রাগ-ঝুট-সচ্।
গরীবের কুঁড়ে রাজার মহল একাকার
তব রোষে হল মানুষের দ্বেষ চুরমার।
শতকের পর শতক আমরা গড়ে চলি
দিয়ে ইঁট কাঠ ধাতু পাথর আর ধুলোবালি;
আজ তুমি যাও তছনছ করে সবকিছুই
তবুও আমরা রইলাম হয়ে নাক উঁচুই ।
আজো বিভেদের জীর্ণ প্রাচীর গড়ে তুলি,
ভুলে যাই নিতে হোলির আবির রং তুলি।
বছরের পর বছর আমরা করি লড়াই
ব্যর্থ প্রাণের আবর্জনার করি বড়াই,
এসেছে সময় ভাঙো যত পুরাতনে
ভরাও বিশ্ব নব নবীনের গানে। 

No comments:

Post a Comment

জলতরঙ্গ

#জলতরঙ্গ (পর্ব ১) #সুব্রত_মজুমদার                                                             এক                             আশ্বিনের এখনও শ...