Thursday, April 25, 2019

কি তাজ্জব // সুব্রত মজুমদার

কি তাজ্জব্
রাতের পরে দিন আসে
দিনের পরে রাত,
দূরের মাঠে আড্ডামারে চৌধুরীদের ছাত।
আমার কলম আজ গিয়েছে
ঘোষপুকুরের ধারে
আনবে ধরে রুই কাতলা মৃগেল বস্তা ভরে।
স্কুলের থেকে আসার পথে
চমকে দেখি চেয়ে
ওদিক হতে জেব্রাক্রসিং আসছে যেন ধেয়ে।
জলের কলে বালতি চলে
হোথায় মিটিং আজ,
সঙ্গে হবে ফ্যাশান প্যারেড আমি তো তার জাজ।
চায়ের দোকান জীবন দাদা
গোমড়া কেন মুখ ?
-"কেটলি গেছে নেমন্তন্য, ফেরেনি উজবুক।"
এসব দেখে ভির্মি খেয়ে
যেই পড়েছি ভুঁইয়ে
আমনি দেখি সকাল হলো জল বসেছে চায়ে'। 

No comments:

Post a Comment

জলতরঙ্গ

#জলতরঙ্গ (পর্ব ১) #সুব্রত_মজুমদার                                                             এক                             আশ্বিনের এখনও শ...