অনেক বছর আগে শাল-মহুলের বনের ছায়ায় খেলত যখন বাঘে
ভেলাগাছের কচি পাতা রাঙত রৌদ্ররাগে।
সে অনেক বছর আগে।।
ছিল সে এক রাজা, দ্বারকানদীর স্বচ্ছ জলে স্নান করে তার মজা।
ছিল সে এক রাজা।।
আসল পাঠান ধেয়ে, মাল রাজা তো ছুটল তার বর্শা ধনুক নিয়ে।
আসল পাঠান ধেয়ে।।
লড়াই হল শুরু , ধনুক হাতে আদিবাসী স্মরল 'মারাংবুরু' ।
লড়াই হল শুরু।।
রক্তে বইল বান, শতেক আদিবাসীর খুনে পাঠান করল স্নান।
রক্তে বইল বান।।
'বাঁচাব সন্মান' , বলল রাজা - 'প্রাণের চেয়ে বড় মানের দাম।'
বাঁচাব সন্মান।।
দিল কুয়ায় ঝাঁপ, সঙ্গে রাণী রাজার কুমার বৃদ্ধ সে মা-বাপ।
দিল কুয়ায় ঝাঁপ।।
আজও দ্বারকা তীরে, মজা কুয়ায় শুনবে যেন কান্না ঘুরে মরে।
আজও দ্বারকা তীরে।।
আজও সবই আছে, রাজার বেড়া রাজার কুয়ো, - চিহ্ন অনেক গেছে।
আজও সবই আছে।।
কান্না শোনা যায়, কান পাতলে আজও তাদের কান্না শোনা যায়।
ব্যাকুল বাতাসে রোদন তাদের ফিরে ফিরে আসে যায়।
ভেলাগাছের কচি পাতা রাঙত রৌদ্ররাগে।
সে অনেক বছর আগে।।
ছিল সে এক রাজা, দ্বারকানদীর স্বচ্ছ জলে স্নান করে তার মজা।
ছিল সে এক রাজা।।
আসল পাঠান ধেয়ে, মাল রাজা তো ছুটল তার বর্শা ধনুক নিয়ে।
আসল পাঠান ধেয়ে।।
লড়াই হল শুরু , ধনুক হাতে আদিবাসী স্মরল 'মারাংবুরু' ।
লড়াই হল শুরু।।
রক্তে বইল বান, শতেক আদিবাসীর খুনে পাঠান করল স্নান।
রক্তে বইল বান।।
'বাঁচাব সন্মান' , বলল রাজা - 'প্রাণের চেয়ে বড় মানের দাম।'
বাঁচাব সন্মান।।
দিল কুয়ায় ঝাঁপ, সঙ্গে রাণী রাজার কুমার বৃদ্ধ সে মা-বাপ।
দিল কুয়ায় ঝাঁপ।।
আজও দ্বারকা তীরে, মজা কুয়ায় শুনবে যেন কান্না ঘুরে মরে।
আজও দ্বারকা তীরে।।
আজও সবই আছে, রাজার বেড়া রাজার কুয়ো, - চিহ্ন অনেক গেছে।
আজও সবই আছে।।
কান্না শোনা যায়, কান পাতলে আজও তাদের কান্না শোনা যায়।
ব্যাকুল বাতাসে রোদন তাদের ফিরে ফিরে আসে যায়।
No comments:
Post a Comment