এক যে ছিল প্যাঁচা
খেতো সন্দেশ-মেচা,
তার যে ছিল প্যাঁচানি
বাজখাই তার চ্যাঁচানি।
প্যাঁচার ছেলে ভূতো
আনল কিনে জুতো।
ভূতো গেল পাঠশালে
পাকুড় গাছের মগডালে।
চাঁদনি রাতের জ্যোৎস্নাতে
গ্রাম ছাড়িয়ে দূরপথে
চললো বাড়ি ভবেশ রায়;
এমন সময় নিত্যি যায়।
পাকুড় গাছের ঠিক কাছে
গাছের ডালে কে নাচে ?
আঁতকে উঠে বললো রায়
-"কে পাকুড় ডালে পা নাচায় ?"
এই না বলে ভির্মি খায়
ডাকাবুকো ভবেশ রায়।
ভাবছে ভূতো - কি মুস্কিল !
দিইনি তো চড় কিম্বা কিল;
তবুও ভূঁইয়ে পড়ল ক্যান ?
জবাবটা কেউ যদি দেন.....
খেতো সন্দেশ-মেচা,
তার যে ছিল প্যাঁচানি
বাজখাই তার চ্যাঁচানি।
প্যাঁচার ছেলে ভূতো
আনল কিনে জুতো।
ভূতো গেল পাঠশালে
পাকুড় গাছের মগডালে।
চাঁদনি রাতের জ্যোৎস্নাতে
গ্রাম ছাড়িয়ে দূরপথে
চললো বাড়ি ভবেশ রায়;
এমন সময় নিত্যি যায়।
পাকুড় গাছের ঠিক কাছে
গাছের ডালে কে নাচে ?
আঁতকে উঠে বললো রায়
-"কে পাকুড় ডালে পা নাচায় ?"
এই না বলে ভির্মি খায়
ডাকাবুকো ভবেশ রায়।
ভাবছে ভূতো - কি মুস্কিল !
দিইনি তো চড় কিম্বা কিল;
তবুও ভূঁইয়ে পড়ল ক্যান ?
জবাবটা কেউ যদি দেন.....
No comments:
Post a Comment