এই মেয়ে তুই আমার হবি ? মিষ্টি চুমু দেব গালে,
এই যে মেয়ে ! আমার হলে রাখবো তোকে রাজমহলে।
মিথ্যে ভাবিস, রাজার মহল মর্মর আর ইট পাথরের;
আমার হৃদয় সিংহাসনে তুই যে রাণী সত্যিকারের।
ফাগুন আসে বসন্তবায় সঙ্গে নিয়ে ভ্যালেন্টাইন
পোড়া এ মন তাই মানে না সমাজ ধর্ম নিয়ম আইন।
প্রেমের পদ্যে তোকেই দেখি প্রেমের স্বপ্নে তোরই মুখ
মুখ লুকালে বুকের মাঝে উদ্ধত হয় আমার বুক।
তুই যে আমার বুকের মাঝে ঝড় তুলে যাস নিত্যদিন
তুই তো আমার স্বপন প্রিয়া তুই তো আমার ভ্যালেন্টাইন।
লাল গোলাপের পাঁপড়িগুলো আমার হৃদয় কপাটিকা
তোর হাতে আজ ধরিয়ে দিলাম, - ভালোবাসার দিব্যি আঁকা।
এই যে মেয়ে ! আমার হলে রাখবো তোকে রাজমহলে।
মিথ্যে ভাবিস, রাজার মহল মর্মর আর ইট পাথরের;
আমার হৃদয় সিংহাসনে তুই যে রাণী সত্যিকারের।
ফাগুন আসে বসন্তবায় সঙ্গে নিয়ে ভ্যালেন্টাইন
পোড়া এ মন তাই মানে না সমাজ ধর্ম নিয়ম আইন।
প্রেমের পদ্যে তোকেই দেখি প্রেমের স্বপ্নে তোরই মুখ
মুখ লুকালে বুকের মাঝে উদ্ধত হয় আমার বুক।
তুই যে আমার বুকের মাঝে ঝড় তুলে যাস নিত্যদিন
তুই তো আমার স্বপন প্রিয়া তুই তো আমার ভ্যালেন্টাইন।
লাল গোলাপের পাঁপড়িগুলো আমার হৃদয় কপাটিকা
তোর হাতে আজ ধরিয়ে দিলাম, - ভালোবাসার দিব্যি আঁকা।
No comments:
Post a Comment